বন্দরে ফেরি করে ইয়াবা বিক্রি করার সময় ১৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাগর (১৯) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। ধৃত ইয়াবা বিক্রেতা সাগর বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকার সুরুজ মিয়ার ছেলে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক আবু সাইম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃতকে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি সময় ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ধামগড় ফাঁড়ি পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী সাগর র্দীঘ দিন ধরে দেওয়ানবাগসহ এর আশেপাশে এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।


































