নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১০ নভেম্বর ২০২৫

বন্দরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী নূর জাহান গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৭, ৯ নভেম্বর ২০২৫

বন্দরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী নূর জাহান গ্রেপ্তার 

বন্দরে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নূর জাহান (৩৮) নামে এক নারী  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত নারী মাদক ব্যবসায়ী নূর জাহান বেগম বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার মাদক সম্রাট  বাবু মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেন বাদী হয়ে ধৃত নারী মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃতকে রোববার (৯ নভেম্বর)  দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গত শনিবার (৮ নভেম্বর)  দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ধৃত মাদক কারবারি বসত ঘরে অভিযান চালিয়ে  ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ধৃত নারী মাদক ব্যবসায়ী নূর জাহান বেগম ও তার স্বামী বাবু দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।  

সম্পর্কিত বিষয়: