নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫

এনায়েতনগরে খালেদা জিয়ার জন্য দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৯, ১০ নভেম্বর ২০২৫

এনায়েতনগরে খালেদা জিয়ার জন্য দোয়া

ফতুল্লার এনায়েতনগর জামে মসজিদের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের সব নেতাকর্মীদের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি। 

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান প্রধান, জেলা মহিলা দলের সহ সভাপতি রোজিনা মেম্বার, ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকির, এনায়েত নগর ইউনিয়  দপ্তর সম্পাদক মাজেদুল ইসলাম বাবুল, বিএনপির ৮ নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন প্রধান, ৭ নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান প্রধান, ৪ নং ওয়ার্ড সভাপতি আক্কাস আলী, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেলিম সরদার, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক, ৫ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রায়হান, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

দোয়া পরিচালনা করেন এনায়েতনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস। দেশনেত্রি বেগম খালেদা জিয়ার সুস্থতা সহ দলের সব কর্মীর সুস্থতা এবং ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মহামারী সহ সমস্ত রোগ ব্যধি দেশকে মুক্ত রাখতে মহান রবের দরবারে মোনাজাত করা হয়।