বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের ঘটনায় বিচার না পেয়ে অবশেষে লম্পট ধর্ষক আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে অসহায় তালাকপ্রাপ্তা এক নারী (২৪)।
এদিকে বিজ্ঞ আদালত লম্পট ধর্ষক আবু বক্কর সিদ্দিক ও তার সহযোগী সিফাতের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করলে রহস্য জনক কারনে উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করছে না বন্দর থানা পুলিশ। গণমাধ্যমে কর্মীদের কাছে এমন কথা জানিয়েছে মামলার বাদিনীসহ তার পরিবার।
তারা ক্ষোভ প্রকাশ করে আরো জানান, আদালতে মামলা করার খবর পেয়ে ধর্ষক আবু বক্কর সিদ্দিক ও তার সহযোগী সিফাত উল্টো মামলা তুলে নেওয়ার জন্য বাদিনী ও তার পরিবারকে হুমকি দামকি অব্যহত রেখেছে।
পলাতক লম্পট ধর্ষক আবু বক্কর সিদ্দিক বন্দর উপজেলার বারপাড়াস্থ পিচকামতাল এলাকার ফজলুল হক মিয়ার ছেলে। পলাতক সহযোগী সিফাত একই এলাকার বাসিন্দা।
জানা গেছে, বন্দর থানার বারপাড়াস্থ পিচকামতাল এলাকার ফজলুল হক মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক একই থানার উত্তর লক্ষনখোলা এলাকার স্বামী পরিত্যক্তা নারী (২৪) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ।
এর ধারাবাহিকতা গত ১২ জুন দুপুর দেড়টায় প্রেমিক আবু বক্কর সিদ্দিক ভূক্তভোগী নারী সরলতার সুযোগে সিএনজি যোগে বেড়ানোর কথা তার নিজ বাড়িসহ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে।
পলাতক ধর্ষক আবু বক্কর সিদ্দিক ও তার সহযোগী সিফাত দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে মামলার বাদিনীসহ তার পরিবার।


































