নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে বিএনপি  নেতাকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে বিক্ষোভ  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২১, ২১ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে বিএনপি  নেতাকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে বিক্ষোভ  

সোনারগাঁয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সফল সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুমকে নিয়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামীলীগ সন্ত্রাসী বাহিনী কর্তৃক অন্যায়ভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপপ্রচার, অপবাদ ও হেয়প্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১নভেম্বর) বিকেলে সাদিপুর ইউনিয়ন স্থানীয় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী ও মহিলা দলের নেত্রীবৃন্দের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়নের বেলপাড়া মোড় হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নানাখী ঈদগাহ ময়দানে শেষ হয়।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি নেতা মাসুমকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ সময় বক্তারা এসব অপপ্রচার বন্ধ করার দাবি জানিয়ে বলেন, জনগণের নেতা মাসুম ভূঁইয়াকে নিয়ে যে কোনো মিথ্যা তথ্য ছড়ানো হলে কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে।

বিক্ষোভ মিছিলে সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এডভোকেট আল আমিন শাহ, কোষাধ্যক্ষ মাসুম মোল্লা,৮নং ওয়ার্ড সভাপতি শামসুল আলম শামসু সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের স্হানীয় এলাকাবাসী অংশ নেন।