ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে জুলাই-আগস্ট আন্দোলনের আহতদের জন্য দুয়ার আয়োজন করা হয়।
তারই ধারবাহিকতায় বুধবার আহত নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদকে দেখতে যান এবং তার শারীরিক খোঁজ খবর নেন।
উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন, নগর অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, মহিলা ও পরিবার সম্পাদক সাইয়্যেদ রিদওয়ান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। অন্যথায় পুনরায় স্বৈরাচারের উত্থান হতে পারে। তাছাড়াও বিশ্বের ৯২টি দেশে এ পদ্ধতি কার্যকর।


































