বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত ৮টি ওয়ার্ড ও দুটি ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল তিনটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে এই কর্সমীসভার আয়োজন করা হয়।
এসময়ে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মীসভার উদ্বোধন করা হয়।
এদিকে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত ৮টি ওয়ার্ড ও দুটি ইউনিয়নের কর্মীসভাকে সফল করতে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মিছিল নিয়ে কর্মীসভায় অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন ও সদস্য সচিব মাহবুব হাসান জুলহাসের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম প্রধান এম.জি. মাসুম রাসেল, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ চৌধুরী ফয়সাল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজীব, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামালউদ্দিন মীর্জা জনি, যুগ্ম আহ্বায়ক রায়হান হক।
এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কর্মীসভা শেষে ৮ ওয়ার্ড ও ২টি ইউনিয়নের কর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।


































