বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে কাশিপুর ফরাজীকান্দায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক শোভনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। এ সময় তিনি ফরাজীকান্দা ছালেহিয়া মাদরাসার ছাত্রদের সাথে কৌশল বিনিময় করেন এবং তাদের নিয়ে মাদরাসা মাঠে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিএস শাহ আলম ভূঁইয়া, আব্দুল জব্বার, রুবেল হোসাইন, কাশিপুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের সভাপতি খন্দকার এনামুল হক স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর আহমেদ সোহেল ভূঁইয়া, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান শ্যামল, আরিফুল ইসলাম, নাজমুল হক, রুবেল কিবরিয়া, অপু ভূঁইয়া, মো. রাসেল, নাজমুল হাসান রাব্বি প্রমুখ।


































