নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিতর্কিত স্লোগান দিয়ে সমালোচনার মুখে পড়েছেন মান্নানপুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। এদিনের মিছিলে ‘অধ্যাপক শয়তানেরা হুশিয়ার সাবধান’ বলে স্লোগান তিনি।
বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে এই বিক্ষোভ মিছিল করেন মান্নান সমর্থকরা। এসময় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পর্যায়ের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন পরিবর্তন করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন জমা দেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিদ বিন ইমতিয়াজ বকুল এবং সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
এরই প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে ‘অধ্যাপক শয়তানেরা হুশিয়ার সাবধান’ বলার মধ্য দিয়ে খাইরুল ইসলাম সজীব তিন অধ্যাপক মো. রেজাউল করিম, অধ্যাপক মামুন মাহমুদ এবং অধ্যাপক ওয়ালিদ বিন ইমতিয়াজ বকুলকে বুঝিয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শিক্ষক-চিকিৎসক সমাজে।
এদিকে প্রতিবাদ মিছিল শেষ করে খাইরুল ইসলাম সজীব বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থীর মধ্যে ষড়যন্ত্র করে, ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কখনোই বিএনপির নেতাকর্মী হতে পারে না।
আমি চাই আপনারা ধানের শীষের প্রচারণা করবেন। আপনাদের যদি পছন্দের কেউ ধানের শীষে মনোনীত না হয় দয়া করে তার প্রতিবাদে ধানের শীষের প্রচারণা করে দেখান।
অন্যদিকে, ‘অধ্যাপক শয়তানেরা হুশিয়ার সাবধান’ এমন মন্তব্যের বিষয়ে জানতে খাইরুল ইসলাম সজীবকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেন নি।


































