নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে জুডো প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত, সনদ প্রদান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জে জুডো প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত, সনদ প্রদান

বাংলাদেশ জুডো ফেডারেশনের অর্থায়নে এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পক্ষকালব্যাপী জুডো প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত হয়েছে।

 

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জুডো ফেডারেশন দেশব্যাপী জুডো প্রশিক্ষণ এর কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।

 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের সভাকক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। 


জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হীরু। 


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,কার্যকরী সদস্য জাকির হোসেন শাহীন, ফিরোজ মাহমুদ সামা, মো. আসলাম, গৌতম কুমার সাহাসহ জুডো ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: