নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জনসভায় যুবলীগ নেতা বিপ্লবের নেতৃত্বে বিশাল শোডাউন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৩, ৪ জানুয়ারি ২০২৪

প্রধানমন্ত্রীর জনসভায় যুবলীগ নেতা বিপ্লবের নেতৃত্বে বিশাল শোডাউন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এর নির্দেশে হাজার হাজার নারী-পুরুষ নিয়ে বৃহত্তর তল্লা এলাকা থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে তাঁক লাগানো মিছিল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ইসদাইর একেএম শামসুজ্জোহা কমপ্লেক্স মাঠে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী  জনসভায়  অংশ গ্রহন করেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী বৃহত্তর তল্লা এলাকা থেকে রং বে রং এর শাড়ি পড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে হাজারো নারী-পুরুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা যোগ দিয়েছেন জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব। এ সময় শামীম ওসমান এর নৌকা প্রতীক কে  জয়ী করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী করার আহবান জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানারে, নেতা-কর্মী ও সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে নৌকা পক্ষে স্লোগান দেয়।
 
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ইসদাইর একেএম শামসুজ্জোহা কমপ্লেক্স মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের শেষ জনসভায় বক্তব্য রাখেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর হাই’য়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান।