নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ মে ২০২৪

নারায়ণগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১১:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

 নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ এর আয়োজনে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) সকাল দশটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময়ে কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণনের বিভিন্ন পদ্ধতি ও নিরাপদ খাদ্য আইন নিয়ে আলোচনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক সদস্য যুগ্ম সচিব আবু নুর মো. শামসুজ্জামান, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ এফ এম মশিউর রহমান। 

নারায়ণগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাকিব আল রাব্বি, নারায়ণগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ খান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ ফারুক আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা  ডা. ফজলুল কবীর, জেলা খাদ্য নিয়ন্ত্রক ( দায়িত্ব প্রাপ্ত ) আসমা উল হোসনা, জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী, জেলা বেকারী সমিতির সভাপতি মনির হোসেনসহ কর্মশালায় জেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী,এনজিও ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার।

সম্পর্কিত বিষয়: