নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

ভ্যাপসা গরমের পর নারায়ণগঞ্জে প্রশান্তির বৃষ্টি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৩, ১৩ জুন ২০২৪

ভ্যাপসা গরমের পর নারায়ণগঞ্জে প্রশান্তির বৃষ্টি

বেশ কয়েকদিন ধরেই তীব্র রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। চরম দুর্ভোগ পোহাতে হয় নারায়ণগঞ্জ জেলাবাসীকে।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল পাঁচটার দিকে স্বস্তির বৃষ্টির নেমেছে নারায়ণগঞ্জে। যার মাধ্যেম কিছুটা হলেও প্রশান্তির পরশ পেয়েছেন নগরবাসী। আর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে অনেকেই। 

এদিন সকাল থেকেই মুখ গোমরা করেছিলো নারায়ণগঞ্জের আকাশ। শিতল হাওয়ার সঙ্গে কিছু কিছু এলাকায় দেখা মেলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির। তবে বিকেল সোয়া পাঁচটা নাগাদ নামে ঝুম বৃষ্টি। সঙ্গে ছিলো বজ্রপাত।

এদিকে এক ঘন্টার অতি বৃষ্টির ফলে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু তলিয়ে যায়। যানবাহন ও মানুষের চলাচল চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও শহরের বিভিন্ন মার্কেটের ভিতরে বৃষ্টির পানি ঢুকে মার্কেট মালামাল নষ্ট হয়ে গেছে।
 

সম্পর্কিত বিষয়: