বাসভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে সোমবার (৪ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ কলেজে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। ছাত্র ও শিক্ষকদের মাঝে কর্মসূচি পালনের সময় লিফলেট বিতরণ এবং দাবি আদায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সে সময় ক্লাসে ক্লাসে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম, সাইদুর রহমান ও মৌমিতা নূর।
গণসংযোগে উপস্থিত ছিলেন মুন্নি আক্তার, অপূর্ব রায়, জান্নাতুল ফেরদৌস নিসা, সাকিব হাসান সানি, আবিদ হাসান, সাহরিয়ার আলায়না সাফা, আয়েশা সুলতানা, মাসুম বিল্লাহ ফারাবি প্রমুখ। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আজ থেকে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ও প্রচারাভিযান শুরু করা হয়।
প্রচারাভিযানে তিন দফা দাবি তুলে ধরা হয়।
এক: নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, দুই: ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা,
তিন: নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করা। প্রচারে আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়।
প্রচারে বক্তারা বলেন ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালিত হবে।