নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ মে ২০২৫

শহরে ইউরোটেক্স শ্রমিকদের মানববন্ধন, হুশিয়ারী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৩৪, ৮ মার্চ ২০২৫

শহরে ইউরোটেক্স শ্রমিকদের মানববন্ধন, হুশিয়ারী

ইউরোটেক্স শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা মামলা দাবি করে ওই মামলা প্রত্যাহার করতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউরোটেক্স শ্রমিকরা। এ সময় শ্রমিকরা মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন । শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শ্রমিক নেতা রায়হান শরীফের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধননে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা সালাউদ্দীন, মো. রাশেদ, নির্যাতিত শ্রমিক ইউসুফ, লিজা, জেসমিন, শাকিল ও  ইউরোটেক্সের নির্যাতিত অন্যান্য শ্রমিকগণ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, ইউরোটেক্স শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বেশ কিছু দিন যাবত শ্রমিক ও মালিকের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। প্রশাসনের উদ্যোগে কিছু দাবি মালিক মেনে নিবে বলে কথা দিলেও মালিক সে কথা রাখেনি। 

মালিক কোন শ্রমিক ছাঁটাই ও কোন প্রকার মামলা দিয়ে হয়রানি না করার প্রতিশ্রুতি দিয়ে বাস্তবে মালিক তাই করছে বর্তমানে। তিন শতাধিক অধিক শ্রমিকদের নোটিশ দিয়ে কাজ থেকে অব্যাহতি দেয়া, শ্রমিকদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে শ্রমিকদের হয়রানি করছে মালিক পক্ষ। 

প্রশাসন শ্রমিকদের এসব হবে না বলে আশ্বাস দিলেও বর্তমানে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। শ্রমিকদের দাবি মালিক এই মিথ্যা মামলা প্রত্যাহার করবে এবং শ্রমিকদের সকল দেনা পাওনা মিটিয়ে দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে। 

নয়তো পূনরায় আবার শ্রমিকদের এই হয়রানির প্রতিবাদে শ্রমিকরা খুব শীঘ্রই কঠোর আন্দোলনের ডাক দিবে। তখন মালিক ও প্রশাসনের মিথ্যা আশ্বাসে তারা ঘরে ফিরে যাবে না।