নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৬ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে বিদুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৯:৩১, ২২ জুন ২০২১

নারায়ণগঞ্জে বিদুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু 

নারায়ণগঞ্জ শহরের একটি নির্মানাধীন ভবনে নির্মান কাজ করার সময় ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের লাইনে জড়িয়ে দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের নাম রানু (২৫) এবং ফরহাদ (১৮) বলে জানা গেছে। 


সোমবার (২১ জুন) বিকেলে সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নলুয়াপাড়ায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পৌঁছে তাদের উদ্ধার করে  নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।


নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।