নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩০ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও আক্রান্ত ১৪, নেই মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৩, ৩ মার্চ ২০২২

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও আক্রান্ত ১৪, নেই মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় জেলায় ৪০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ১৪ জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০ হাজার ২৯২ জন। সুস্থ হয়েছে ২৯ হাজার ৭৫৩ জন।  এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ২৩জনের।

 

 বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৫০ জন ও আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৯১ জন, সদরে মারা গেছেন ৫৯ জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৬২জন, বন্দরে মারা গেছেন ৩২ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪১ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬৫ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০০ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৩ জন।

 

আরো পড়ুন