নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম এর সম্পাদক ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কার্যকরি সদস্য মোঃ মনির হোসেনের কন্যা জোবাইদা হোসেন মৌনতা নারায়ণগন্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচ এস সি পরিক্ষায় মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়েছে।
তার মাতা মরহুমা শারমিন আক্তার নারায়ণগন্জ আর্দশ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষিকা ছিলেন।
মেয়ের সফলতায় উচ্ছ্বাসিত বাবা সাংবাদিক মনির হোসেন। তিনি জানান,আলহামদুলিল্লাহ।আমার একমাত্র কন্যা জোবাইদা হোসেন মৌনতা।মানবিক বিভাগ থেকে এইচ এস সি’তে গোল্ডেন এ + পেয়েছে। আমি আমার কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের নিকট দোয়া পার্থনা করি।

				
































