নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫০, ৮ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

৭ জানুয়ারি (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসন থেকে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীর ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

প্রতিদ্বন্দি এই ৮ প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীই প্রত্যেকের নির্বাচনী এলাকার মোট ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট পান নাই। ফলে ওই ৭ জন প্রার্থীর নির্বাচনের মনোনয়ন দাখিলের সময় প্রদেয় জামানতের টাকা বাজেয়াপ্ত হচ্ছে।

জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রমতে জামানত হারানো প্রার্থীরা হলেন, তৃণমুল বিএনপির মো. আলী হোসেন (সোনালী আঁশ, প্রাপ্ত ভোট ১৯৮৭), বাংলাদেশ কংগ্রেস প্রার্টির মো. গোলাম মোর্শেদ রনি (ডাব, প্রাপ্ত ভোট ৫৫১), জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের মো. ছৈয়দ হোসেন (মশাল, ১ হাজার ২৩ ভোট), জাকের পার্টির মো. মুরাদ হোসেন জামাল (গোলাপ ফুল, ৭ হাজার ২৬৯ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) (আম, ৭২৭ ভোট), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. সেলিম আহমেদ (বি.এস.পি) (একতারা, ১ হাজার ৪১৮ ভোট), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. হাবিবুর রহমান (চেয়ার, ১ হাজার ৯৫৫ ভোট)।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সদর উপজেলার আংশিক ৫টি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৪ আসন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ২৩১টি। মোট ভোট কক্ষের সংখ্যা ১৫৬২।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৬৯২ জন ও নারী ভোটার ৩ লাখ ৫২ হাজার ৪৪১ জন। এখানে ৬ জন হিজড়া ভোটার রয়েছেন।