আসন্ন নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সোনারগাঁ উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
বৃস্পতিবার (০৭ই মার্চ) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজার তিনি গণসংযোগের মাধ্যমে বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় সহ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিমিময় করেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী সহ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিয়ন সুমন,সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন সরকার, সোনারগাঁ উপজেলা কৃষকলীগের সদস্য সচিব নাজমুল হাসান , সদস্য সুজন আহমেদ, ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।