নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪

‘আব্বুর ফোন পুলিশের কাছে, আম্মুর নাম্বারে যোগাযোগ করেন’

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৬, ১৩ নভেম্বর ২০২৩

‘আব্বুর ফোন পুলিশের কাছে, আম্মুর নাম্বারে যোগাযোগ করেন’

‘আব্বুর ফোন পুলিশের কাছে, আম্মুর নাম্বারে যোগাযোগের করেন’। এই কথাটি লূৎফুন নাহার লিজার। সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকুর মেয়ে। 


সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে একটি পোস্ট দিয়েছে। সেখানে সে লিখেছে, তার বাবাকে সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। আব্বুর ফোন পুলিশের কাছে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আম্মুর নাম্বারে যোগাযোগ করেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই সাফিউল আলম তাকে আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।

প্রসঙ্গত: লিয়াকত আলী লেকু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের অনুসারী।


ফেসবুকে দেয়া লিজার পোস্টটি হুবহু তুলে ধরা হলো
আসালামু আলাইকুম আমি লূৎফুর নাহার লিজা।  আমি মোঃ লিয়াকত আলী লেকু এর মেয়ে। আমার আব্বুকে আজ বিকেলে ৪ টা ৩০ মিনিট ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। সবাই একে অপরের সাথে সেয়ার করেন আর আমার আব্বুর জন্য দোয়া করবেন। আব্বুর ফোন পুলিশের কাছে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান আমার আম্মুর নাম্বারে যোগাযোগের করেন। মোবাইল নাম্বারঃ ০১৯৩০৯৯২৫৮৪।