নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

আদালতে আত্মসমর্পণ করলেন বন্দর বিএনপির ২০ নেতা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৫৯, ১৪ মার্চ ২০২৪

আদালতে আত্মসমর্পণ করলেন বন্দর বিএনপির ২০ নেতা

বন্দর থানার একটি নাশকতার মামলায় নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে বেলবন্ড ফার্নিস করেছে বন্দর উপজেলা ও থানা বিএনপির ২০জন নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উচ্চ আদালতের নির্দেশক্রমে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের আদালতে হাজির হয়ে বেলবন্ড ফার্নিস করেন বিএনপি নেতাকর্মীরা।

বন্দর থানা মামলা নং - ১(১১)২৩। পরবর্তী জামিন শুনানির দিন আগামী ৩০ এপ্রিল ধার্য করেছেন আদালত। 

আসামি পক্ষের আইনজীবীরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান। r

আসামিরা হলেন - বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটন, সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, মদনপুর মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন ভূঁইয়া,সিনিয়র সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক শাহিন শাহ্ মিঠু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, , ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, বিএনপি নেতা গাজী লিটন, বন্দর উপজেলা ছাত্রদলের সভাপতি সাকিব রাইয়্যানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত (ফেব্রুয়ারি ৫) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও ফাহমিদা কাদেরের যৌথ বেঞ্চ থেকে ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।