নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২০ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারের শরীফ হত্যায় ৯৪ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১৩, ২ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারের শরীফ হত্যায় ৯৪ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে আড়াইহাজারের সাইফ আরাফাত শরীফকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবুসহ ৯৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করাক হয়েছে।

 

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহত সাইফ আরাফাত শরীফ মা মোসাম্মৎ মরিয়ম মামলাটি দায়ের করেন। আদালত যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগগুলো এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর যাত্রাবাড়ী থানার সামনে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালনকালে সাইফ আরাফাত শরীফকে হত্যার অভিযোগে তার মা মোসা. মরিয়ম ৯৪ জনকে আসামি করে মামলাটি করেন। 

 

মামলায় অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত১৪ আগস্ট ভোরে যাত্রাবাড়ী থানার সামনে স্বেচ্ছাসেবী হিসেবে ট্রাফিকের দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সমন্বয়ক সেজে শরীফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।