
নারায়ণগঞ্জের বন্দর থানার মাদক মামলায় ইকবাল (৩৬) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ইকবাল নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা এলাকার করিম মিয়ার ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বন্দর থানার একটি মাদক মামলায় ইকবাল নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ২০১০ সালের ১৮ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওডালা এলাকা থেকে ফেনসিডিলসহ ইকবালকে আটক করে র্যাব-১১। এই ঘটনায় বন্দর থানায় মাদক মামলা দায়ের করা হয়। পরে মামলায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।