নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ জুলাই ২০২৫

রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৩, ১১ মে ২০২৪

রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা  

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনের রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মুড়াপাড়ার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, বাংলাভিশনের সাবেক নিউজ এডিটর সাংবাদিক নাট্যকার নাসরিন গীতি, জাতীয় পুলিশ ক্লাবের কার্যকরী কমিটির সদস্য শাহনাজ পলি, সাংবাদিক আহমেদ উল্লাহ, রূপগঞ্জ ক্লাবের উপদেষ্টা আলম হোসেন প্রমুখ।

এসময় তারা সাংবাদিকদের নাগরিক অধিকার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সনদ তুলে দেওয়া হয়।