নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ণের আয়োজনে দেশীয় ফল উৎসব

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৭:৪৮, ১৪ জুন ২০২১

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ণের আয়োজনে দেশীয় ফল উৎসব

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ণ (এনইউজে) এর উদ্যোগে দেশীয় ফল উৎসবের আয়োজন করা হয়েছে। রোববার (১৩ জুন) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে সংগঠনের কার্যালয়ে এ ফল উৎসবের আয়োজন করা হয়।  আম, জাম, কাঠাল, লিচু, কলা, ডেউয়া, কাউফল, তরমুজ, আনারস, লটকনসহ ১৭ প্রকারের  দেশীয় ফলের আয়োজন ছিল উৎসবে। 


এনইউজে’র সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিআইডব্লিউটিএর  উপ-পরিচালক মাসুদ কামাল, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, সাবেক মহাসচিব ওমর ফারুক,  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান প্রমুখ।


উৎসবে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক  ইউনিয়ন বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের চিত্তবিনোদনের যে ব্যবস্থা করেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। বিশেষ করে আজকের এই দেশীয় ফল উৎসব তারই প্রমান করেছে।

 
সাংবাদিক, প্রশাসন, রাজনীতিবিদ সমন্বয়ই পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে।  যারা সমাজের  অন্যায়, অত্যাচার, অবিচার করছে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের লিখুনির মাধ্যমে সামাজকে সচেতন করতে হবে। একই সাথে যারা ভালো রাজনীতিবিদ, অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করছে তাদের পাশেও সাংবাদিকদের দাড়াতে হবে।  


এদিকে মধুমাসে দেশীয় ফল নিয়ে উৎসব আয়োজন করায় আয়োজকদের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও ফল উৎসবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।