নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫

নাট্যশিল্পী নেপাল আর নেই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৫৫, ২১ মে ২০২২

নাট্যশিল্পী নেপাল আর নেই

নারায়ণগঞ্জ নাট্য সম্প্রদায়ের সহ-সভাপতি ও নাট্য অভিনেতা নেপাল চন্দ্র দাস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বৎসর। বুধবার (১৯ মে) দিবাগত রাত ১টার দিকে দেওভোগ আখড়া নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।

 

বৃহস্পতিবার সকালে মাসদাইর শ্মশানে তাকে দাহ করা হয়। তিনি নতুন মুখে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।


তার মৃত্যুতে শোক জানিয়েছেন, দৈনিক দেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক, নারায়ণগঞ্জ নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নাট্য সংস্থার আহ্বায়ক আনিসুল ইসলাম সানি। তিনি নেপাল চন্দ্র দাসের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।


নেপাল চন্দ্র দাসের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন, নারায়ণগঞ্জ নাট্য সম্প্রদায়ের সভাপতি মজিবর রহমান সিকদার ও সদস্যবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: