নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ সেপ্টেম্বর ২০২৩

আনোয়ারের পিতৃবিয়োগ, বিভিন্ন সংগঠনের শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৫২, ১১ জানুয়ারি ২০২৩

আনোয়ারের পিতৃবিয়োগ, বিভিন্ন সংগঠনের শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির  নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সাবেক সদস্য কমরেড আনোয়ার মাহমুদের পিতা মোঃ আওলাদ হোসেন ১০ জানুয়ারি (মঙ্গলবার) ভোরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের পানিরকলস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

 

দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ২ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু সাহা, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা সাচ্ ও সদস্য সচিব এইচ রবিউল চৌধুরী, বাংলাদেশ যুব মৈত্রীর জেলা আহবায়ক আবুল হোসেন পাঠান ও যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন বারী। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
 

সম্পর্কিত বিষয়: