বন্দর উপজেলা পরিষদের সাবেক অফিস সুপার ইকবাল হোসেন (৭৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বন্দর উপজেলা স্টাফ কোয়াটারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুমের নামাজের জানাযা বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত হওয়ার পর মৃতদেহ তার গ্রামের বাড়ি ফেনীতে নিয়ে যাওয়া হয়।
মরহুমের নামাজের জানাযায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


































