নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

হংকংয়ে চুরি করার অপরাধে প্রবাসী যুবক জনি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪০, ৪ মার্চ ২০২৪

হংকংয়ে চুরি করার অপরাধে প্রবাসী যুবক জনি গ্রেপ্তার

হংকংয়ের এক নাগরিককের বাসা হতে ৩ মিলিয়ন ডলার চুরি করার অপরাধে এক প্রবাসী বাংলাদেশি নাগরিক মো. জনিকে গ্রেপ্তার করেছে হংকং আইনশৃঙ্খলা নিরাপত্তারক্ষা বাহিনী।

গত রবিবার (৩ মার্চ) রাতে হংকং এক নাগরিককের অভিযোগের ভিত্তিতে মো. জনিকে গ্ৰেপ্তার করে পুলিশ। গ্ৰেপ্তার মো. জনির বাড়ি মুন্সীগঞ্জে।

তথ্যে জানা যায়, , হংকংয়ের জর্ডন শহরের এক হংকং নাগরিকের বাসায় কাজ করতো জনি। সপ্তাহ আগে বাসা হতে ৩মিলিয়ন ডলার নিয়ে পালিয়ে যায় জনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার কোটি টাকা।

পরে ভূক্তভোগী হংকংয়ের নাগরিক পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ চুরি অপরাধে অভিযুক্ত জনিকে হংকংয়ের ছামছিপুর অঞ্চলের এক বাসাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে হংকংয়ের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

এদিকে হংকংয়ে ৩ মিলিয়ন ডলার চুরি ও বাংলাদেশী প্রবাসী নাগরিক গ্রেফতারের খবরে হংকংয়ে বসবাস কৃত সকল বাংলাদেশী নাগরিক ও বাংলাদেশী কমিউনিটি প্রবাসীরা লজ্জিত ও আতঙ্কিত বল জানাগেছে।

সম্পর্কিত বিষয়: