নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২০ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে টাইলস মিস্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা নেয়নি পুলিশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৬, ২ আগস্ট ২০২৪

বন্দরে টাইলস মিস্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা নেয়নি পুলিশ

বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে কাউসার আহমেদ (৪০) নামের এক টাইলস মিস্ত্রীকে কুপিয়ে জখম করেছে  সন্ত্রাসীরা। গত মঙ্গলবার রাতে বন্দর উপজেলার  মুছাপুর ইউনিয়নের দাসেরগাও এলাকায় এ ঘটনা ঘটে। দরিদ্র টাইলস মিস্ত্রী কাউসার বর্তমানে বন্দর উপজেলা কমপ্লেক্সে  মৃত্যুর সঙ্গে লড়ছে। আহতের পরিবার জানায় এ ব্যাপারে বন্দর থানায় মামলা করতে গেলে দেশে উদ্ভুত পরিস্থিতির অজুহাতে মামলা নেয়নি পুলিশ।

আহত টাইলস মিস্ত্রী কাউসার আহমেদের বাবা রিকশা চালক রমজান আলী জানান. ঊন্দরের মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের দাসেরগাঁ এলাকার শাহজামানের ছেলে সিয়াম (৩০) হরমুজের ছেলে জিয়াদুলের সঙ্গে বাড়ির রাস্তা নিয়ে বড় ছেলে মাওলানা ইমরানের  সম্প্রতি ঝগড়া হয়। 

এর জের ধরে গত মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফিরার পথে ছোট ছেলে টাইলস মিস্ত্রী কাউসার আহমেদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সিয়াম ও জিয়াদুলের নেতৃত্বে সন্ত্রাসীরা। এ সময় কাউসারকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহত কাউসারকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ ব্যাপারে বন্দর থানায় মামলা করতে গেলে দেশে চলমান অস্থিতিশীল অবস্থার অজুহাত দেখিয়ে মামলা নিতে রাজি হয়নি পুলিশ। পরে নিরুপায় হয়ে নারায়ণগঞ্জ জজ আদালতে মামলা করেন তিনি।  তিনি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ছেলেকে নির্মমভাবে কুপিয়ে আহত করার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।