
বন্দরে অভিনব কায়দায় জুতার তলে রেখে মাদক বিক্রি সময় ২শ ৪০ গ্রাম গাঁজাসহ ইসমাঈল(৬২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি ইসমাঈল বন্দর উপজেলার লাউসার এলাকার মৃত আলম চাঁন মিয়ার ছেলে। গাঁজা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২৩ জুলাই) রাতে বন্দর উপজেলার লাউসার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি ইসমাঈল দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছিল।