নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৪ জুলাই ২০২৫

গণঅভ্যুত্থান ও মাইলস্টোনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫০, ২৩ জুলাই ২০২৫

গণঅভ্যুত্থান ও মাইলস্টোনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) জেলা সমন্বয় কমিটির সিনিয়র সদস্য আব্দুর রাহমান গাফফারি।

‎বুধবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।‎ ‎বৃক্ষরোপণ কর্মসূচিতে আব্দুর রহমান গাফফারি বলেন, “গত জুলাইয়ে স্বৈরাচার সরকারকে উৎখাতে যে ছাত্ররা নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করে গেছে।

এই জুলাইয়ে এসেও ছাত্রছাত্রীরা রাষ্ট্রের সেই দুর্নীতি ও অব্যবস্থাপনায় নির্মমভাবে জীবন দিলো। যেনো এদেশে পাহাড় থেকে সমতল কোথাও কারো নিরাপত্তা নেই, কোথাও জবাবদিহি নেই।

আমরা এটা ভুলে যেতে দিতে পারি না তাই এই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করেছি। এ বৃক্ষ আমাদেরকে সকল শহীদ ও আহতদের কথা স্মরণ করিয়ে দিবে”।

এনসিপির জেলা কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রধান সমন্বয়কারী জনাব আবুল খায়ের বলেন “আমাদের শিশুরা স্কুল থেকে  জুলাইয়ের এই শহীদদের সম্পর্কে জানবে।

তারাই আগামী দিনের ভবিষ্যত। তারা এ বাংলাদেশকে যেভাবে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছে। তেমনি তারা বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রকৃতিকে রক্ষা করবে।"

বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ‎‎ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা আক্তার পলি, সিনিয়র শিক্ষক জনাব নুরুল কবির,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের যুগ্ম সদস্য সচিব হাসান শিকদার।মোঃ রবিউল হাসান মিঠু, সোহেল তানভীর, মিজানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 

সম্পর্কিত বিষয়: