নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৪ জুলাই ২০২৫

বিএনপি করার লোক অভাব নাই, সবাইকে কিন্তু সদস্য করা যাবে না : সাখাওয়াত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৬, ২৩ জুলাই ২০২৫

বিএনপি করার লোক অভাব নাই, সবাইকে কিন্তু সদস্য করা যাবে না : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা দীর্ঘ ধরেই মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন চষে বেড়াচ্ছি। আমাদের নারায়ণগঞ্জ মহানগর এলাকায় ৪১ হাজার নতুন সদস্য সংগ্রহ করতে হবে। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন প্রায় ১৮শ করে সদস্য করতে হবে। যদি কোনো ওয়ার্ড ও ইউনিয়ন তা করতে না পারে তাহলে সেটা তাদের ব্যর্থতা। 

বিএনপি করার লোক কিন্তু অভাব নাই। কিন্তু সবাইকে বিএনপির সদস্য করা যাবে না। যারা বিএনপির নীতি ও আদর্শে বিশ্বাসী এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ অন্যান্য দলের সঙ্গে সম্পৃক্ততা নেই তাদেরকে বিএনপির সদস্য করবেন। আর আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসী,  চাঁদাবাজ ও মাদক এবং সমাজের ঘৃণিত ব্যক্তিদেরকে বিএনপির সদস্য করবেন না। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ২৭নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। বুধবার (২৩ জুলাই ) বিকেল চারটায় কুড়িপাড়া স্কুল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, কিছু ব্যক্তি আছে তারা বিএনপির নাম বিক্রি করে বিএনপির সদস্য ফরম বিতরণ করছেন। তারা কিন্তু বিএনপির কেউ না। তারা দল থেকে বহিষ্কৃত। আর বহিষ্কৃত ব্যক্তির ফরম দিয়ে কিন্তু বিএনপির সদস্য হওয়া যাবে না।

আমরা যারা দায়িত্বে আছি আমাদের স্বাক্ষর ছাড়া কিন্তু আপনাদের সদস্য ফরম অনলাইনে নিবন্ধনও হবে না। যারা বিএনপির নাম ভাঙিয়ে জনগণের সাথে প্রতারণা করছে তারা বিএনপি শত্রু। তারা বিগত ১৬ টি বছর সেলিম ওসমান ও আইভীর দালালী করেছে।

তারা বিএনপির নেতাকর্মীদের হামলা মামলা ও নির্যাতন এবং গ্ৰেফতার করাইয়াচ্ছে। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির গঠনের পর তারা ওই তৈমুর আলম খন্দকারের মাধ্যমে পদত্যাগ পত্র জমা দিয়ে দল থেকে পদত্যাগ করেছিল। এখন তারা আবারও বিএনপি করতে চায়। 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ওই চিলডেন্ড পার্টি তারা একসাথে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচন চায় না। কারন তারা দেশের মানুষের উপর আস্থা ও বিশ্বাস নেই। আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস।

তাই আমরা জনগণের সাথে আছি। ইনশাল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ৭০ ভাগ বেশি ভোট পেয়ে বিএনপি বিজয়ী হবে। সুতরাং আমাদের বিএনপি'র মধ্যে ঐক্য চাই। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ বিএনপি আমাদের শক্তি। কিন্তু আমাদের দলে দুষ্টু ও বহিষ্কৃতদের স্থান বিএনপিতে নেই। 

মহানগর ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রমজান আলীর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ২৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মঞ্জুর আলম, সহ- সভাপতি মো. রিগ্যান, মো. আমানত, মো. আমির, সহ- সাধারণ সম্পাদক মো. খোকন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সহ- সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব, ২৭নং ওয়ার্ড যুবদল নেতা ইমাম হাসান বিপ্লব, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, জাহিদুজ্জামান শাহাজাদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।