নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৩ জুলাই ২০২৫

সকল শক্তির ঐক্যবদ্ধতাই ফ্যাসিবাদ রুখে দিতে পারে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১২:৪৪, ২৩ জুলাই ২০২৫

সকল শক্তির ঐক্যবদ্ধতাই ফ্যাসিবাদ রুখে দিতে পারে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “ফ্যাসিস্টকে নির্মূল করা কোনো একটি দলের একক কাজ নয়।

আমরা যারা নিজ নিজ দলের পক্ষ থেকে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছি, সেই সকল শক্তির ঐক্যবদ্ধতাই ফ্যাসিবাদ রুখে দিতে পারে।

‎মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরো বলেন, বিএনপি কারও বিরুদ্ধে নয়, বরং সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায়। আমাদের নেতা তারেক রহমান আগেই ঘোষণা দিয়েছেন— সুষ্ঠু নির্বাচনে বিএনপি বিজয়ী হলেও একা সরকার গঠন করবে না।

যারা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, গণতান্ত্রিক রাজনীতিতে রয়েছে, সেই সকল শক্তিকে নিয়েই সরকার গঠন করা হবে এবং সবাইকে অংশীদারিত্ব প্রদান করা হবে।

‎সভাপতির বক্তব্যে মেহেদী হাসান ফারহান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি ও বৈষম্যবিরোধী বা যে কোন ব্যক্তি হোক যদি সমালোচনা করেন তাহলে গঠনমূলকভাবে করুন। কিন্তু সেটা যখন অশ্লীল হয় তখন তোমাদের কিন্তু রক্ষা হবে না, তোমরা রাজনীতি করো আদর্শ নিয়ে, সেই আদর্শ মানুষের মাঝে তুলে ধরো।

আমরা জিয়াউর রহমানের আদর্শ মানুষের মাঝে তুলে ধরি। তাই প্রতিহিংসার রাজনীতি থেকে বেড়িয়ে এসে সুন্দর ও প্রতিযোগিতামূলক রাজনীতিতে ছাত্রদলের সাথে মোকাবেলা করার আহ্বান করছি।

‎মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান এর সভাপতিত্বে ও  সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগরের যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু সহ অসংখ্য নেতৃবৃন্দ।