নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৪ জুলাই ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা ইউনিয়নের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৭, ২৩ জুলাই ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা ইউনিয়নের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকালে ফতুল্লা বাজার মাদরাসা বাইতুল হাসনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে ফতুল্লা ইউনিয়নের ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। হাফেজ মাওলানা মশিউর রহমান সভাপতি ও মাওলানা সোলায়মান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “রাজধানীর মাইলস্টোন স্কুলে যে মর্মান্তিক দুর্ঘটনায় শিশুদের প্রাণ গেল, তার দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না।”

পাশাপাশি তিনি দাবি করেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে যদি একজন আলেম সংসদ সদস্য হন, তবে এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জলাবদ্ধতা এবং দুর্বৃত্তায়নের অবসান ঘটবে; প্রতিষ্ঠা পাবে জনগণের ন্যায্য অধিকার।”

সম্মেলনের প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের সভাপতি মাওলানা কামাল উদ্দীন দায়েমী। সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মশিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত জেলা সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন, ফতুল্লা থানা আহ্বায়ক মাওলানা এম মুফাজ্জল ইবনে মাহফুজ এবং জেলা প্রচার সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আকাশ, মোহাম্মদ ওসমান গনি প্রমুখ।

স্থানীয় নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ ও নতুন কমিটির প্রত্যয় আগামী দিনে সংগঠনের গতিকে বেগবান করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: