নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৭ জুলাই ২০২৫

বন্দরে ৩২ কেজি গাঁজাসহ র‌্যাবের জালে ১ মাদক ব্যবসায়ি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১২, ২৬ মে ২০২২

বন্দরে ৩২ কেজি গাঁজাসহ র‌্যাবের জালে ১ মাদক ব্যবসায়ি

নারায়ণগঞ্জের বন্দরে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতের নাম জমসেদ আলম (২৩)। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে তাকে গ্রেপ্তার করা হয়। 

 


র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস, পিপিএম, পিপিএম (সেবা) আরও জানান, গ্রেপ্তারকৃত জমসেদ যাত্রী সেজে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছি। এমন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার ও গাঁজাগুলো উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জমসেদ তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন যাত্রীবাহী বাসের মাধ্যমে যাত্রী সেজে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।
 

সম্পর্কিত বিষয়: