নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বন্দরে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত দুলালের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৩, ১৬ জুলাই ২০২৩

বন্দরে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত দুলালের মৃত্যু

বন্দরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত দুলাল (২০) এর হয়েছে। রোববার (১৬ জুলাই) সকালে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে র্দীঘ ১০ দিন চিকিৎসাধীন  অবস্থায় তার মৃত্যু হয়। 


এ ঘটনায় একইদিন বেলা ১২টায় নিহতের মা রেনু বেগম বাদী হয়ে বন্দর থানায়  অপমৃত্যু মামলা দায়ের করেন। নিহত দুলাল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকার মৃত আলী আহাম্মদ মিয়ার ছেলে।  


এর আগে গত ৬ জুলাই ভোর সাড়ে ৫টায় বন্দর উপজেলার হাজীপুরস্থ দেলোয়ার প্রধানের নির্মানাধীন ফিলিং স্টেশনে উত্তর পাশের্^ পাকা রাস্তার উপরে এ ঘটনাটি ঘটে। 


বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, গত ৫ জুলাই রাতে যে কোন সময়ে বন্দর উপজেলার হাজীপুর এলাকার মৃত আলী আহাম্মদ মিয়ার ছেলে দুলালসহ চোরের দল হাজীপুর এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সর্ফমা চুরি করার সময় দুলাল নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক ভাবে দগ্ধ হয়ে উল্লেখিত স্থানে পড়ে থাকে। 


পরে ৬ জুলাই ভোরে স্থানীয় এলাকাবাসী দুলালকে রাস্তায় অগ্নিদগ্ধ অবস্থায় পরে থাকতে দেখে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা শেখ হাসিনা র্বান ইউনিটে প্রেরণ করে।

 

সেখানে র্দীঘ ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকালে দুলাল মৃত্যু বরণ করে। শাহাবাগ থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।