নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ মে ২০২৪

পানি না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে লেগেছে সময়

বিদ্যুতের তার ছিঁড়ে কাপড়ের গুদামে অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:২৮, ১৩ আগস্ট ২০২৩

বিদ্যুতের তার ছিঁড়ে কাপড়ের গুদামে অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

ফতুল্লায় একটি হোসিয়ারি কারখানার থান কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।  এতে গুদামে মজুদকৃত বিপুল পরিমান থান কাপড় পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 


রোববার (১৩ আগষ্ট) সকাল সাড়ে আটটায় ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে মজিবুর মাস্টার গার্মেন্টস হোসিয়ারী কারখানার গুদামে এই অগ্নিকান্ড ঘটে। তবে আগুনের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, বিদ্যুতের তার ছিঁড়ে গুদামের চালের উপর পড়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

ঘটনাস্থলের আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে দীর্ঘ সময় লেগেছে। দুইটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে। 


তিনি বলেন, আগুনে থান কাপড় ও গোডাউন পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির পরিমান জানানো হবে।