নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

ফতুল্লায় পুলিশের সোর্সসহ ৪ যুবকের কারাদন্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০৭, ২০ সেপ্টেম্বর ২০২৩

ফতুল্লায় পুলিশের সোর্সসহ ৪ যুবকের কারাদন্ড

ফতুল্লায় মাদক সেবন ও বহনের দায়ে  থানা পুলিশের সোর্স সহ চার  যুবক কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত।

 

কারাদন্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লা মডেল থানার পাগলা শান্তি নিবাসের মৃত শাহজাহান শেখের  দাপা ইদ্রাকপুর এলাকার মৃত আল ইসলামের পুত্র আল আমিন (৩০),  সুজন (২৮), দাপা ইদ্রাকপুরের রিফুজিপাড়ার মৃত সিদ্দিক মিয়ার পুত্র  সোহাগ (৩০) ও একই এলাকার মৃত মোস্তফা মিয়ার পুত্র সোহেল (৩৬)। কারদন্ডপ্রাপ্তদের মধ্যে সোহাগ স্থানীয় মহলে পুলিশের সোর্স বলে পরিচিত।

 

জানা যায়, মঙ্গলবার  জেলা প্রশাসক কার্যালয় নারায়নগঞ্জের সহকারী কমিশনার ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া আটককৃত চারজনের মধ্যে আল আমিন,সুজন ও সোহাগ কে ছয় মাসের এবং সোহেল কে এক  মাসের কারাদন্ড প্রদান করেন।


এর আগে মঙ্গলবার বিকেল তিনটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বহন ও সেবনের অভিযোগে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে আল আমিন,তার ভাই সুজন, সোর্স সোহাগ ও সোহেল কে আটক করে। 

সম্পর্কিত বিষয়: