নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

বন্দরে ৩ দিন ধরে কিশোরী নিখোঁজ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৬, ৩০ নভেম্বর ২০২৩

বন্দরে ৩ দিন ধরে কিশোরী নিখোঁজ


বন্দরে প্রতিমা (১৩) নামে এক কিশোরী গত ৩ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে নিখোঁজ কিশোরী পিতা  বাদী হয়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করে। যার জিডি নং- ১২৩৩ তাং- ৩০-১১-২৩।

নিখোঁজ কিশোরী প্রতিমা বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকার লিটন মিয়ার মেয়ে।

এর আগে গত সোমবার (২৭ নভেম্বর)  বেলা সাড়ে ১১ টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকা থেকে ওই নিখোঁজের ঘটনাটি ঘটে।পুলিশ জিডি পেয়ে  নিখোঁজ কিশোরীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বিষয়টি নিখোঁজ নয়। প্রেমের টানে অজানার উদ্দেশ্য পালিয়ে গেছে উল্লেখিত কিশোরী।

সম্পর্কিত বিষয়: