বামে মাজহারুল ইসলাম ডানে বদলী হওয়া বি.এম কুদরত-এ খুদা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি.এম কুদরত-এ খুদাকে বদলী করা হয়েছে। তাকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইউএনও করা হয়েছে। তার জায়গায় আসছেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাজহারুল ইসলাম।
প্রসঙ্গত: ২০২১ সালের ৬ সেপ্টেম্বর বন্দর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন বি.এম কুদরত-এ খুদা। এদিকে মাজহারুল ইসলাম ২০২১ সালের ১৫এপ্রিল সাভার উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।
সূত্রমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৪ ডিসেম্বর) ইসি এই প্রস্তাবে সম্মতি দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সেই মোতাবেক বদলী প্রক্রিয়া শুরু করা হয়।