নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ মে ২০২৪

বন্দরে চালককে অপহরণের পর চাঁদা দাবি, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১২, ২৫ ডিসেম্বর ২০২৩

বন্দরে চালককে অপহরণের পর চাঁদা দাবি, গ্রেপ্তার ১

রবি কোম্পানীর ভেন্ডর এর জেএইচ ট্রান্সপোর্ট সার্ভিসের চালককে অপরহন পর বেদম পিটিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবির ঘটনায় জড়িত থাকার অপরাধে আনিছুর রহমান (২৪) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। 


ওই সময় পুলিশ গ্রেপ্তারকৃত চাঁদাবাজের কাছ থেকে আংশিক কিছু মালামাল উদ্ধার করে। সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে সোনারগাঁ উপজেলার ললাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


এর আগে গত শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সোয়া ১১টায় বন্দর থানার মদনপুর ইউনিয়নের চাঁরপুরস্থ হাজী আফিজ উদ্দিন জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপরে অপহরন পূর্বক চাঁদা দাবির ঘটনাটি ঘটে। 


এ ব্যাপারে  উল্লেখিত প্রতিষ্ঠানের একাউন্টস  ম্যানেজার কাগজি রফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে অজ্ঞাত নামা ৪ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২১(১২)২৩ ধারা- ৩৪১/ ৩৬৫/ ৩৪২/ ৩৮৫/ ৩৮৬/ ৩২৫/ ৩০৭/৫০৬/ ৩৪ পেনাল কোড- ১৮৬০। 


মামলার তথ্য সূত্রে জানাগেছে, গত শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৯টায় ঢাকা মিরপুর পশ্চিম শেওড়াপাড়া এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে উল্লেখিত প্রতিষ্ঠানের চালক বাবুল মিয়া ঢাকা মেট্রো ন ১৬- ৭৬১৬ নাম্বার যোগে  রবি টাওয়ারের আচ্ছা রাখি তো সকালে বিকাল মাইক্রোওয়েব এন্টিনার বিভিন্ন সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম রাউজানের উদ্দেশ্যে রওনা করে। 


পরে উল্লেখিত পিকআপ ভ্যানটি রাত সোয়া ১১টার সময়ে বন্দর থানার মদনপুর চাঁনপুর এলাকায় আসলে ওই সময় দুইটি মোটর সাইকেল যোগে অজ্ঞাতনামা চারজন লোক ছোট পিকআপ ভ্যানের সামনে এসে গাড়ীটি গতিরোধ করে। পরে অজ্ঞতনামা ২ চাঁদাবাজ পিকআপ ভ্যানের চালক বাবুল (৩৭)কে গাড়ি থেকে নামিয়ে জোর পূর্বক ভাবে অপহরন করে নিয়ে যায়।  


বাকিরা উল্লেখিত মালামাল নিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে উল্লেখিত চাঁদাবাজরা গাড়ি চালক বাবুলকে একটি ঘরে আটক রেখে বেদমভাবে নির্যাতন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে  পিকআপ চালক গত শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় কোম্পানির সুপার ভাইজারের নিকট ফোন করে গাড়ী খারাপ হওয়ার কথা জানিয়ে ৫ হাজার টাকা ও চালকের সাথে থাকা একটি স্মার্ট ফোন ও নগদ ৭ হাজার টাকা চাঁদা হিসেবে নিয়ে যায়।

 

গত শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় ভুক্তভোগী পিকাপ চালক বাবুল মিয়া কৌশলে অজ্ঞত চাঁদাবাজদের নিকট হইতে পালিয়ে এসে বিষয়টি প্রতিষ্ঠানের সুপার ভাইজারকে অবগত করে। 

 

এদিকে নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্ব ধামগড় ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ললাটি এলাকায় অভিযান চালিয়ে আনিছুর রহমান নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধৃত চাঁদাবাজের দখল থেকে আংশিক মালামাল উদ্ধার করেছে।