নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০১ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০১, ১৫ মে ২০২৪

ফতুল্লায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন  ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে মোঃ ইসমাইল (৫৫) নামের এক  নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

ঘটনাটি ঘটেছে বুধবার  (১৫ মে) দুপুর ১২ টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ শারজাহান রোলিং মিলস খাঁ বাড়ী এলাকায়। 


নিহত মোঃ ইসমাইল ফতুল্লার শিয়াচর এলাকায় সামাদ মিয়ার বাড়ীর নিচতলার ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার রফিকপুরে। বাবার নাম মুসলিম মিয়া।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণাধীন তৃতীয় তলা ভবনটি শিক্ষক বারী বাহাদুর  আলী আকনের। বুধবার দুপুরে কাজ করার সময় অসাবধনতা বশতঃ ভবনটির তৃতীয় তলার ছাদ থেকে পড়ে যায় শ্রমিক ইসমাইল। সে সময় অপর নির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করে  দ্রুত শহরের  খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে  এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।