নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫

আড়াইহাজার বিএনপি নেতা শফু আর নেই, আজাদের শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৩৯, ২৯ জুন ২০২৪

আড়াইহাজার বিএনপি নেতা শফু আর নেই, আজাদের শোক

আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শফি উদ্দিন ভূঁইয়া শফু (৪৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এক শোক বার্তায় আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শফি উদ্দিন ভূঁইয়া শফুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির  সহ- সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ ) নজরুল ইসলাম আজাদ। তিনি শফি উদ্দিন ভূঁইয়া শফুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান। আল্লাহ পাক তাকে বেহেস্ত নসিব করুক আমিন।

এছাড়াও শোক প্রকাশ করেছেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ। 

উল্লেখ্য, শনিবার (২৯ জুন) ভোর চারটায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্কুালে তিনি স্ত্রী ও এক ছেলে, একমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।