 
				
					নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে মো. বেলায়েত হোসেন (২৬) নামে এক জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে য়ায়।
নিহতের স্বজনদের দাবি এটি হত্যাকান্ড। শনিবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে স্বামী-স্ত্রীর তর্কবিতর্কের এক পর্যায়ে স্ত্রী রিতু তার স্বজনদের নিয়ে হত্যা করে মরদেহ ঘরের ফ্যানে সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চালায়। আমারা এ হত্যাকাণ্ডের বিচার চাই।
নিহত বেলায়েত একই উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামের হাজী আফাজ উদ্দিনের ছেলে। তার ১৩ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
মৃতের বড় ভাই বিল্লাল হোসেন জানান, ৩ বছর আগে তার ভাই বেলায়েতের সঙ্গে দাইরাদী গ্রামের নাইমের মেয়ে রিতু আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি ছেলে সন্তান জন্ম হয়। এরপর স্বামী বেলায়েত মালোয়েশিয়ায় চলে যায়। ৫ মাস আগে সে মালোয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসে। তাদের সংসার ভালোই চলছিল।
শুক্রবার বেলায়েত তার স্ত্রীকে নিয়ে মামা শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখানে থেকে সে শ্বশুরবাড়িতে রাতযাপন করেন। শনিবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে স্বামী- স্ত্রীর তর্কবিতর্কের এক পর্যায়ে স্ত্রী রিতু তাদের স্বজনদের নিয়ে হত্যা করে মরদেহ ঘরের ফ্যানে সঙ্গে ঝুলিয়ে রাখে। আমারা এ হত্যাকাণ্ডের বিচার চাই। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে হত্যা না আত্মহত্যা
 

 
				

































 
									 
									 
									 
									 
									 
									 
									