নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

“যুবদল নেতা সাদেক কোন হুমকি ধামকি দেয়নি” ৯ সমন্বয়ক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৫, ২০ আগস্ট ২০২৪

“যুবদল নেতা সাদেক কোন হুমকি ধামকি দেয়নি” ৯ সমন্বয়ক

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ৯ সমন্বয়ক স্পষ্ট বিবৃতি প্রদান করছি যে প্রধান শিক্ষকের পদত্যাগ ও ছয় দফা দাবিতে সম্মিলিত যে আন্দোলন চলছে উক্ত আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক প্রত্যেক আন্দোলন বন্ধ করার জন্য কোন হুমকি দানকি ও ভয়ভীতি প্রদান করা হয়নি।

যেসব সংবাদ মাধ্যম " সাদেক কর্তৃক হুমকি দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে" এই শিরোনামের সংবাদ প্রকাশ করেছেন তাদের অতি শীঘ্রই সংবাদটি সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা হলো। 

মঙ্গলবার (২০ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক বিৃবতিতে এ কথা উল্লেখ করেন, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের সমন্বয়করা হলেন- নাহিদ হাসান, আফরান, মীম, মো. পলক, মাহিমাসহ শিক্ষার্থীবৃন্দ।

বিৃবতিতে আরও উল্লেখ করা হয় - প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে গত ৮ আগষ্ট থেকে আমরা আন্দোলন শুরু করি। পরবর্তীতে আমরা ৬দফা দাবি জানিয়ে গত ১১ আগষ্ট সহকারী প্রধান শিক্ষকের কাছে জমা দেই। এবং ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাই।

তার ধারাবাহিকতায় গত ১৪ আগষ্ট আমরা শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তিনি একটি জেলা শিক্ষা অফিসারকে তদন্তের পাঠান। এরপর পর ১৯ আগষ্ট প্রধান শিক্ষক আমাদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর আমরা শিক্ষিত ও দুর্নীতিমুক্ত প্রধান শিক্ষক নিয়োগের জন্য আবেদন করছি। 

এছাড়াও কটি মহল জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক জড়িয়ে আমাদের স্কুলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে " সাদেক কর্তৃক হুমকি দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে" এই শিরোনামের সংবাদ প্রকাশ করেছেন এ সংবাদটি ভিত্তিহীন ও মিথ্যা। 

জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক আমাদের বাংলাবাজার এলাকার সন্তান। তিনি আমাদের অভিভাবক। সম্প্রতি যে আন্দোলন হয়েছে তিনি আমাদেরকে সাহস ও সহযোগীতা করেছেন। তার মধ্যে একজন সুনাম ধন্য রাজনীতিবিদের নামে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।