নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৭ জানুয়ারি ২০২৫

ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার প্রত্যুষ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৬, ১ সেপ্টেম্বর ২০২৪

ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার প্রত্যুষ

ফতুল্লা মডেল থানা পরিদর্শন করে গেলেন নারায়নগঞ্জ জেলায় সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার সরকার।

রোববার (১ সেপ্টেম্বর ) দুপুরে  তিনি ফতুল্লা মডেল থানা পরিদর্শনে আসেন। থানা কম্পাউন্ড সহ থানার ডিউটি অফিসারদের রুম পরিদর্শন সহ থানার অফিসারদের সাথে মত বিনময় করেন এবং তাদেরকে নানা দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফতুল্লা মডেল থানার কর্মরত কর্মকর্তারা।

পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন,  কোন প্রকার অপরাধী বা অপরাধের সাথে যেনো তারা কোন আপোষ না করেন। এবং নিরপেক্ষ ভাবে ন্যায়ের  পক্ষে থেকে কাজ করার আহবান জানান পুলিশ সদস্যদের।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জহিরুল ইসলাম এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া সহ ফতুল্লা মডেল থানার কর্মকর্তারা।