নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিল্প পুলিশের এএসআই নিহত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিল্প পুলিশের এএসআই নিহত 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু বকর সিদ্দিক (৪৬) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকামুখী লেনে মোটরসাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিলেন এএসআই আবু বকর সিদ্দিক।

এ সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ মো. আবু নাইম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কোনো গাড়ি কিংবা কাউকে আটক করা হয়নি। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে ও  জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত আবু বক্কর সিদ্দিক দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়নের দানিহারী ডোলপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি ২০২০ সালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জে যোগদান করেন।