নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ মে ২০২৫

ফতুল্লায় বৃদ্ধ মোবারক ১ মাস ধরে নিখোঁজ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩০, ৫ অক্টোবর ২০২৪

ফতুল্লায় বৃদ্ধ মোবারক ১ মাস ধরে নিখোঁজ 

গত ১ মাস ধরে  নিখোঁজ রয়েছেন ফতুল্লার বৃদ্ধ মোবারক সরদার (৬৮)।  এ ঘটনায়’ নিখোঁজ বৃদ্ধেও ছেলে হাসান বাদী হয়ে শুক্রবার (৪ অক্টোবর) ফতুল্লা থানায় এটি জিডি এন্ট্রি করেন। যার নং- ২৬১। 

এর আগে গত ৫ সেপ্টেম্বর বিকেলে চর কাশিপুর এলাকা হতে নিখোঁজ হয় মোবারক সরদার। নিখোঁজ এর গায়ের রং শ্যামলা, মাথার চুল পাকা, পড়নে ছিল গেঞ্জি, লুঙ্গি, সেন্ডেল, লম্বায় ৫ ফুট ৭ ইঞ্চি।